ভালোবাসা মানে সেক্স।

কেউ_খারাপ_দৃষ্টিতে_নিবেননা

→আজকাল অনেক ছেলে মেয়েদের কাছে ভালোবাসা মানে সেক্স।
২/৩ মাস সম্পর্কের পর এটা নাকি প্রয়োজন হয়ে দাঁড়ায়।কিন্তু মাসখানেক  ১/২ বছর পর এমন একটা পরিস্থিতি এসে দাঁড়ায়,একটা জিনিস আর কয়দিন ভালো নাগে??নতুন স্বাদের আশায় ভিন্ন মানুষ,,,
→কিন্তু চরম সত্য এই যে,,,৯৮% ছেলেই কোন স্বার্থ ছাড়া শারীরিক সম্পর্কের পর কোন মেয়েকে ঘরের বউ করে নিতে চাইনা(আমি ১জন ছেলে হয়েও আজ সত্যিটা উপস্থাপন করলাম)

মেয়েদের_বলছিঃ আধুনিক যুগে মন দিয়েছ বুঝলাম।১বার ভেবে দেখো তোমাকে বিয়ে করতে ১টা ছেলের চাকুরী জোগাড়,পরিবারকে রাজি করানো,মোহরানা, বিয়ের খরচ ইত্যাদি  ছাড়া অারও কত কি ঝামেলা!! এসব করলে সে তোমাকে পাবে।
→কিন্তু এসবের আগে যদি তুমি তাকে সবকিছু দিয়ে দাও,তাহলে কি এত কষ্ট,ঝামেলা করতে তার মন চাইবে?? বিয়ের আগে ২টা মিষ্টি কথায় যদি সব মূল্যবান জিনিস সে পেয়ে যাই,তাহলে তার এত কষ্ট করার দরকার কি?সে কেন?
কোন পাগলেও তোমাকে বিয়ে করতে চাইবেনা।
তোমরা এমন কেন বুঝিনা?নিজের ভালো মন্দ নিজেই বুঝনা কেন?প্রেম করবা তাই বলে bf  যা বলবে তা কেন তোমাকে শুনতে হবে? তোমাকে খারাপ কোন প্রস্তাব করলে বুঝতে হবে এটা love না,তোমাকে ব্যবহার করার ধান্দা।তোমার এই সরলতার কারনে তোমাকে ব্যবহার করে ছেড়ে চলে যাবে তোমায়। তখন তোমার আর কোন মূল্য থাকবেনা।না তোমার প্রিয় মানুষটির কাছে? না তোমার পরিবার বা সমাজের কাছে।কি জবাব দিবে তাদের?
কি দিয়ে তখন তুমি নিজেকে সান্তনা দিবে? সামান্য আনন্দ খুঁজতে গিয়ে নষ্ট করেছ তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ সতীত্বকে। মনে রেখ,যে সম্পর্কে খারাপ কোন উদ্দেশ্য জড়িত সেটা কখনও প্রেম হতে পারেনা।
→বোন গো,নিজেকে সস্তা করোনা।বোন তুমি নিজেও জানোনা যে, তুমি তোমার মা-বারার কত দামী এবল কত কষ্টের অর্জিত মূল্যবান সম্পদ

ছেলেদের_বলছিঃ ভাইরে আজ তুমি যেই মেয়েটার সরলতার সুযোগ নিয়ে তার  সতীত্ব নষ্ট করে তার জীবনে কলম্কের দাগ লাগিয়েছ, সে তো তোমার আমার মত কারো না কারো বোনরে ভাই,তার জায়গায় একবার নিজের বোনের কতা চিন্তা কর?
জানি সহ্য করতে পারবেনা। আর এটা সহ্য করাও সম্ভব না।
→তাহলে,তোমাকে একটা প্রশ্ন করি?
ভাইরে,তোমার বোনের দিকে কেউ উঁকি দিলে গাকে তুমি মারতে যাও,তবে ওইমেয়ের বেলায় এমন অবিচার কেন?

→তুমি যে, মেয়েটার জীবন নষ্ট করেছ,একবার ভাবো তোমার আদরের লক্ষি বোনটাকে?যার মুখে হাসি ফুটানোর জন্য তুমি সব বিসর্জন দিতে পার তাহলে অন্যের বোনের বেলায় এমন অবিচার কেন?আর কত এমন খারাপ কাজ করবেন?আর কতো মায়ের মেয়ের জীবনে কলঙ্কের দাগ লাগাবেন?
আপনার পরিবারের দিকে তাকান।তাকান?আপনার আদুরে বোনটির দিকে।আল্লাহকে ভয় করুন।

→শত কষ্টের পরও তোমার বোনের মুখে হাসি ফুটাতে চাও,তার সুখের জন্য একজন ভালো পাত্র চাও।
এখন যদি সেই পাত্র এসে বলে,ভাইয়া নেটে আপনার বোনের ভিড়ি ভাইরাল হয়েছে।।
★ও ভাই,কেমন লাগবে তোমার ভেতরটায়??
(তাই বলি ভাই,আসো সময় থাকতে সাবধান হই।নিজেরা একটু ভাবি।নিজেদের চিন্তা,চেতনা,মানসিকতা বদলাই,বদলাই নিজেদের দৃষ্টিভঙ্গি।তাহলে বদলে যাবে সমাজ]

_কোথাই__যাচ্ছে__আমাদের__দেশ

Comments